এখন থেকে রংপুরের সকল ট্রাফিক পয়েন্ট ও চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকবে ‘বডিঅন ক্যামেরা’। ক্যামেরায় ধারণ করা হবে পয়েন্টগুলোর সার্বিক চিত্র।
নানা অভিযোগের নির্ভুল তদন্ত ও দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের তদারকিসহ জবাবদিহিতা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে ‘বডিঅন ক্যামেরা’ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।
আবদুল আলীম মাহমুদ জানান, পর্যায়ক্রমে দায়িত্বরত সকল পুলিশ সদস্যদের কাছেই এই ক্যামেরা থাকবে।
তিনি জানান, আপাতত নগরীর কয়েকটি পয়েন্ট ও চেকপোস্টে এ ক্যামেরা চালু হয়েছে। ধীরে ধীরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সব চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা লাগানো হবে।
এবি/রাতদিন