রংপুরে লাইট হাউস এর স্টাফ ওরিয়েন্টেশন সভা

লাইট হাউস আয়োজিত সিটি কর্পোরেশন বাস্তবায়নে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট- ২য় পর্যায় এর সাতমাথাস্থ নগর মাতৃসদন কেন্দ্রে দিনব্যাপী স্টাফ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। 

লাইট হাউস পরিচালক ওয়াহিদা ইয়াসমিন এর সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও সার্ভিস ডেলিভারি, স্থানীয় সরকার বিভাগের উপ প্রকল্প পরিচালক ডাঃ শারমিন মিজান।

সভায় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডাঃ সাইদুল ইসলাম, রংপুর সিভিল সার্জন ডেপুটি ডাঃ কানিজ সাবিহা, রংপুর সদও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এটিএম নাজমুল হুদা, রসিকের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর  আবদুল মালেক নিয়াজ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর  মোঃ ফজলে এলাহি রংপুর সিটি কর্পোরেশন বস্তি উন্নয়ন কর্মকর্তা সেলিম মিয়া।  লাইট হাউস ইউপিএইচসিএসডিপি-২য় প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রহিম সুমন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় প্রকল্পের সকল কেন্দ্রের কর্মীগণ অংশগ্রহণ করেন। সভায় শুরুতেই লাইট হাউস সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে সংস্থার পটভূমি, মিশন, ভিশন, দেশব্যাপী বাস্তবায়িত কর্মকাণ্ড এবং ডেভেলপমেন্ট পার্টনারদের বিষয়বলী তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ শারমিন মিজান আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এর দেশব্যাপী কার্যক্রম তুলে ধরেন। সকল অতিথিরা তাদের বক্তব্যে প্রকল্পের কার্যক্রম বেগবান করার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে  প্রকল্পের কার্যক্রম বিশেষ করে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সকলকে দিক নির্দেশনা প্রদান করেন এবং সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এনএ/রাতদিন