বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর মহানগর শাখা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে। আজ বুধবার, ২৬ আগস্ট রংপুর ক্ষত্রিয় সমিতি কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়।
তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী ১৭ সেপ্টম্বর মহালয়া ও ২২ অক্টোবর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ থেকে পাঠানো ২৬টি নির্দেশনা মোতাবেক উৎসব উদযাপন করা হবে।
তিনি জানান, এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় ভাবে ১১ সদস্য বিশিষ্ট দুর্গাপূজা মনিটরিং সেল গঠন করেছে।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর হারাধন চন্দ্র রায়সহ ক্ষত্রিয় সমিতির নেতৃবৃন্দ।
এবি/রাতদিন