রংপুরে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে ঢাকাস্থ রংপুরবাসী (ডিআরবি)। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়েছে আজ বুধবার, ১৮ নভেম্বর। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অর্ধশত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদ হাসান মৃধা।
সেখানে আরও ছিলেন, একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, সময় টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকার, ডিআরবি’র উপদেষ্টা মিজানুর রহমান লুলু, দৈনিক দাবানলের প্রধান প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক প্রমূখ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার মিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রধান এডমিন ইসতিয়াক ফারদীন সজীব।
পরে রংপুরের আট উপজেলার অস্বচ্ছল পরিবারের মেধাবী অর্ধশত শিক্ষার্থীর প্রত্যেকের হাতে মাসিক ৩০০ থেকে ৫০০ টাকা করে তুলে দেওয়া হয়।
এইচএ/রাতদিন