রংপুরে সদ্য যোগ দেয়া জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান বলেছেন, ‘সবার সহযোগিতায় রংপুরের উন্নয়ন কার্যক্রম জবাবদিহিতার মাধ্যমে তরান্বিত করতে চাই। একটি মডেল রংপুর প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।’
মঙ্গলবার, ২৫ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
সভায় জেলা প্রশাসক রংপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন ।
তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। তাদের চোখ নিবিড়ভাবে সমাজ ও রাষ্ট্রকে পর্যবেক্ষন করে। উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
বিভিন্ন তথ্য উপস্থাপনের পাশাপাশি তথ্যের প্রয়োজনে ডিসির সাথে যোগাযোগের ব্যবস্থা সহজ করার জন্য দাবি জানান সাংবাদিকরা।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি সদুরুল আলম দুলু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু, দপ্তর সম্পাদক সিদীকুর রহমান, বার্তা২৪ ডটকমের রংপুর স্টাফ করেসপেন্ডেন্ট ও রংপুর রিপোর্টস ক্লাবের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামন ফারুক, রংপুর রিপোর্স ক্লাবের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল, প্রতিদিনের বার্তার বার্তা সম্পাদক তৌহিদ বাবলা, প্রথম খবরের নির্বাহী সম্পাদক তাজুল ইসলাম লাল প্রমুখ।
এনএইচ/ রাতদিন