রংপুরে ১৬ লাখ জাল টাকা-রুপি জব্দ, তৈরীর সরঞ্জামসহ গ্রেপ্তার ১

জালনোট প্রস্তুত ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় তার কাছ থেকে বাংলাদেশী ১১ লাখ ৫০ হাজার টাকা ও ভারতীয় ৪ লাখ ৭০ হাজার জাল রুপি উদ্ধার করে পুলিশ।

বুধবার, ১৫ মে আরএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।

অভিযুক্ত আলী হোসেন দীর্ঘদিন ধরে এ কাজের সাথে সম্পৃক্ত বলে জানানো হয়। তাকে ওইদিন নগরীর পীরজাবাদ এলাকার জুগিটারী থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে আলী হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে জাল টাকাগুলো উদ্ধার করা হয়। এসময় জাল টাকা তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ কমিশনার জানান, অভিযুক্ত আলী হোসন অনেক দিন যাবৎ জাল টাকা তৈরী করে রংপুর শহরসহ দেশের বিভিন্ন জেলায় তা ক্রয়-বিক্রয় করছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এনএইচ/রাতদিন