রংপুর নগরীর ফায়ার সার্ভিস কার্যালয়ের অভ্যন্তরে সোয়া ২০০ বছরের পুরাতন মন্থনা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার, ২০ জুন দুপুরে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মন্থনা পুকুর রক্ষা সংগ্রাম কমিটি। এতে রংপুরের বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল, মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, সুজন সভাপতি ফকরুল আনাম বেঞ্জু , রাজনীতিবিদ পলাশ কান্তি নাগ ও প্রবীন সাংবাদিক আব্দুস সাহেদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, পুকুরটি মূলত মন্থনা এলাকার পানির চাহিদা মেটানোর জন্য খনন করেছিলো স্থানীয় জমিদার। পরে পুরো এলাকা ফায়ার সার্ভিসকে প্রদান করার পর ফায়ার সার্ভিস এত দিন পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করতো। কিন্তু আকস্মিকভাবে তারা এ পুকুরটি ভরাট করে সেখানে মার্কেট নির্মাণের পায়তারা করছে। বক্তারা অবিলম্বে এসব কর্মকান্ড বন্ধ করার দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেয়া হয়।
এনএইচ/ রাতদিন