কর্মকর্তাদের নাম ব্যবহার করে টেলিফোন বা মোবাইলে হয়রানির বিষয়ে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাউশিতে কর্মরত সব কর্মকর্তাদের নাম ও টেলিফোন নম্বর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া আছে ।অথচ অধিদপ্তরের কর্মকর্তাদের নাম ব্যবহার করে কিছু প্রতারক টেলিফোন বা মোবাইলে নানাভাবে হয়রানি করছে শিক্ষা সংশ্লিষ্টদের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকসহ থানায় জানাতে হবে।
সোমবার, ১১ ফেব্রুয়ারি মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) মোহাম্মদ শামসুল হুদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
টিএ/রাতদিন