জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নম্বর সদস্য শাহানারা রহমান বক্তব্য প্রদানের জন্যে মাইক হাতে নেয়ার পরই তিনি হাসিতে ফেটে পড়েন। শোক-দিবসের অনুষ্ঠানে এমন হাস্যরসের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরে।
গত বুধবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় নেতা-কর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
প্রধান অতিথি ছিলেন- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তারা উভয়ে বক্তব্য দিয়ে চলে যাবার পর সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের স্ত্রী শাহানারা রহমানকে আলোচনায় অংশগ্রহণের জন্য অনুষ্ঠানের পরিচালক আব্দুস সামাদ আজাদ বলেন, ‘সব সময় সহযোগিতা করেন, আগলে রাখেন মহিয়সী নারী, আমাদের সবার প্রিয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত প্রথম সদস্য শাহানারা রহমান; বক্তব্য নিয়ে আসছেন শাহানারা রহমান।’
এরপরই আজাদের হাত থেকে মাইক নিয়ে শাহানারা হাসিতে মেতে উঠেন। সে হাসির প্রতি সমর্থন জানিয়ে ভিডিওতে ধারণরত দুয়েকজনকে (তারাও এই সংগঠনের কর্মকর্তা) বলতে শোনা যায়, গুড ওয়ার্ক। গুড ওয়ার্ক। আজকে সেরাটা হইছে।
হাসির রেশ কাটতে না কাটতে এক মিনিটেরও কম সময় শোক দিবস প্রসঙ্গে বলেন শাহানারা।
এ সময় সেখানে আরো ছিলেন- মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, মুজাহিদুল ইসলাম, জয়নাল আবেদিন, মনসুর খান, কাজী কয়েস, সামছুল আবদিন, ডা. মাসুদুল হাসান, দেওয়ান মহিউদ্দীন, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম, আব্দুল হামিদ, আলী হোসেন গজনবী, নুরল আমিন বাবু, ওয়ালি হোসেন, সাইফুল ইসলাম, দরুদ মিয়া রনেল, সাখাওয়াত বিশ্বাস, ইমদাদ চৌধুরী, জেড এ জয়, জাহাঙ্গীর হোসেন, শাহিন আজমল, আলামিন আকন্দ, জাহিদ হাসান, হুমায়ুন চৌধুরী ও নান্টু মিয়া। সূত্র : বাংলা
এইচএ/রাতদিন