সিঙ্গাপুরের পথে সেতুমন্ত্রী

গুরুতর অসুস্থ  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পৌঁছায়।

পরে বিকাল সোয়া ৪টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সেটি তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। সিঙ্গাপুর যেতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা।

এর আগে উপমহাদেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠি ওবায়দুল কাদেরকে দেখেন। তার পরামর্শেই তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়।

এমন তথ্য জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের জানান, ডা. দেবী শেঠিই তাকে বিদেশ নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

এবি/রাতদিন