সিপিএলে সাকিবের অলরাউন্ড নৈপুণ্য, প্লেঅফে বার্বাডোজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এ দারুণ খেলছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও উজ্জ্বল তিনি।

দ্বিতীয় ম্যাচে বল হাতে দারুণ এক স্পেল উপহার দিয়েছেন সাকিব। আর ব্যাট হাতেও দলের সংগ্রহ বাড়িয়েছেন। এতেই সেন্ট লুসিয়ার বিপক্ষে ২৪ রানের জয় পায় তার দল। এতে প্লেঅফ নিশ্চিত করলো জেসন হোল্ডার বাহিনী।

আজ   সোমবার, ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বার্বাডোজ ট্রাইডেন্টস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৪১ রান।

সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার জনসন চার্লসের ব্যাট থেকে। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় তিনি খেলেন এ ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন জাস্টিন গ্রিভেস। আর সাকিব করেন ২১ বলে ২ চারে ২২ রান।

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানরা হ্যারি গার্নির পেস আর হেইডেন ওয়ালশ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বিপর্যস্ত ড্যারেন সামির দল শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায়।

সেন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে কলিন ইনগ্রামের ব্যাট থেকে। বার্বাডোজের পক্ষে ওয়ালশ একাই নেন ৪ উইকেট, আর হ্যারি গার্নি নেন ৩ উইকেট। সাকিব ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

শান্ত/রাতদিন