নীলফামারীর সৈয়দপুর শহরের একটি মসজিদ থেকে পেশ ইমামের দুইটি মোবাইলফোন সেট চুরি হয়েছে। বুধবার, ২৩ অক্টোবর ফজরের নামাজের সময় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল জামে মসজিদে এ চুরির ঘটনাটি ঘটে।
জানা গেছে, হাসপাতাল চত্বরে একটি জামে মসজিদ রয়েছে। ওই মসজিদটিতে ইমামতি করেন মাওলানা মো. সোলায়মান। তিনি বুধবার ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন। নামাজের জন্য ওজুসহ সকল প্রস্তুতি শেষে কয়েকজন মুসল্লীকে নিয়ে নামাজ আদায় শুরু করেন।
এ সময় ইমাম তাঁর ব্যবহৃত দুটি মোবাইলফোন সেট সামনে রেখে দেন। আর নামাজের প্রথম রাকাতের প্রথম সিজদা শেষে দ্বিতীয় সিজদা যান ইমামসহ মুসল্লীরা। আর এই সুযোগে সেখানে ওঁত পেতে থাকা এক চোর মুর্হুতের মধ্যে মসজিদে ঢুকে ইমামের ফোন দুটি নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এদিকে, নামাজরত থাকা অবস্থায় মসজিদের ইমামের মোবাইল ফোন সেট চুরির ঘটনায় মুসল্লীসহ সকলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সৈয়দপুর থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শারপিনা বিউটি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।
এনএইচ/রাতদিন