সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মতবিনিময়

সুবিধাবঞ্চিত শিশুদের সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ের লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশনের  আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 শুক্রবার , ২৪ মে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর  পরিষদ উপজেলার চেয়ারম্যান  মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আজহার হোসেন।

 অনুষ্ঠানে  ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আদনান হোসেন সভাপতিত্ব করেন।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ফাতেমা-তুজ-জোহরা অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলার চেয়ারম্যান  মো. মোখছেদুল মোমিন

অনুষ্ঠানের মূখ্য উদ্দেশ্য ছিল  সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ের সুযোগ করে দেয়া।

এছাড়াও  আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সুধীজন,ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও  সরকারি-বেসরকারি  প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি মো. আজহার হোসেন

অনুষ্ঠানে ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন স্কুলের ১১০ জন শিক্ষার্থী  অংশ নেয়।

 চ্যারিটি রাইট বিডি, ড্যান কেক বাংলাদেশ, আরলা ফুডস্ বাংলাদেশ লিমিটেড অনুষ্ঠান আয়োজনে  সহায়তা দেন।

প্রসঙ্গত, ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষার মাধ্যমে শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে থাকে।

জেএম/রাতদিন