সৈয়দপুরগামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ল ১৯ ছাগল

খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে পড়ে ১৯টি ছাগল ও একটি ভেড়া মারা গেছে। আজ শনিবার, ১৭ আগষ্ট দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনার আকন্দবাড়িয়া মাঠে  ছাগল ও ভেড়া চড়াচ্ছিলেন বেশ কয়েকজন রাখাল। এ সময় সৈয়দপুরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি আকুন্দবাড়িয়া গ্রাম অতিক্রম করার সময় ১৯টি ছাগল ও একটি ভেড়াকে চাপা দেয়।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

দর্শনা রেল স্টেশনের সংকেত বিভাগের প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। এতে রেল কর্তৃপক্ষের কিছু করার নেই। রেললাইনে গবাদি পশু-পাখি চরানো ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানিয়েছেন তিনি।

এইচএ/রাতদিন