র্যাব এবং পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর শহরের তিন পলিথিন ব্যবসায়ীর চারটি গোডাউন থেকে ২৬ টন ৫৫০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে। পরে ভ্রাম্যমান আদালত তাদের ছয় লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
আজ শনিবার, ২২ আগস্ট বিকেলে রংপুর র্যাব- ১৩ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পলিথিন ব্যবসায়ী মো. নাসির উদ্দিন লাল্লু, আজহারউল্ল্যাহ এবং আবু বক্করের চারটি গোডাউন থেকে ২৬ টন ৫৫০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে।
পরে নিষিদ্ধ পলিথিন বাজারজাতকরণে দায়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম তিন ব্যবসায়ীর প্রত্যেকের দুই লাখ টাকা করে সর্বমোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের প্রত্যেকের তিন মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এ সময় উদ্ধারকৃত ২৬ টন ৫৫০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
অভিযানে রংপুর পরিবেশ অধিদফতরের পরিদর্শক কাজী সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ জুলাই সৈয়দপুর শহরের উল্লিখিত তিন ব্যবসায়ীর গোডাউন থেকে সাড়ে ৫৬ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে প্রত্যেকের এক লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এবি/রাতদিন