নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের একটি শোরুমে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার, ২৭ জুন রাতে শহরের বঙ্গবন্ধু সড়কে ফয়সাল ট্রেডিং নামের ওই চুরির ঘটনা ঘটে। শোরুমের সার্টার ও কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ইজিবাইকের ১১ সেট ব্যাটারি নিয়ে যায়। যার দাম প্রায় আড়াই লাখ টাকা।
জানা গেছে, প্রতিষ্ঠানের ম্যানেজার মো. শাহিন আলী শোরুম বন্ধ করে বৃহস্পতিবার রাতে বাড়িতে চলে যান। গভীর রাতে চোরের দল শোরুমের ৫টি তালা ভেঙ্গে ব্যাটারিগুলো নিয়ে যায়। সকালে নৈশ প্রহরী মো. হালিম কুদ্দুস শোরুম চুরির ঘটনাটি টের পেয়ে ম্যানেজারকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সৈয়দপুর থানার ওসি মো. শাহ্জাহান পাশা জানান, ওই শোরুমে চুরির ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে বখেন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ পাওয়া করেনি।
এর আগে গত ২৬ ফেব্রæয়ারি শহরের ওই সড়কের সুমি অটো সেন্টারে অনুরূপ চুরির ঘটনা ঘটেছিল।
এবি/রাতদিন