নীলফামারীর সৈয়দপুরে শ্রমিক সোহেলকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা সহিদুল ইসলাম চারজনের নাম উল্লেখ করে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার, ৭ নভেম্বর রাতে মামলাটি দায়ের করা হয়েছে। তবে আজ রোববার পর্যন্ত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সৈয়দপুর থানার ওসি মো. শাহাজাহান পাশা জানান, মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
নিহতের বাড়িতে শোকের মাতম: নিহত সোহেলের স্ত্রী সানা স্বামীর জন্য দিনরাত কান্নাকাটি করছেন। গত কয়েকদিন ধরে তিনি কিছুই মুখে নিচ্ছেন না। ওই দম্পতির দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। সানার এখন একটিই দুশ্চিন্তা, শিশুটিকে মানুষ করা নিয়ে।
ফিরে দেখা: সৈয়দপুর শহরের চাঁদনগর মহল্লার সহিদুল ইসলামের ছেলে সোহেল সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে ‘আলম তাঁরকাটা’ ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। গত ৬ নভেম্বর সন্ধ্যায় তার চুরি যাওয়া বাইসাইকেলের খোঁজে বাড়ি থেকে বের হন তিনি। রাতে শহরের খেঁজুরবাগ এলাকার জনৈক কাল্লুর চার ছেলে সনু, ফয়সাল, জনি ও রকিসহ বেশ কয়েকজন যুবক মিলে সোহেলকে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। ফলে প্রথমে তাকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ নভেম্বর ভোরে সোহেলের মৃত্যু হয়।
এবি/রাতদিন