খেলোয়াড়দের পরণে ধুতি, কুর্তা। কপালে তিলক। খালি পা। নেই গ্লোভস, হেলমেট বা প্যাড।
আম্পায়ার-ধারাভাষ্যকাররাও ওই পোশাকে। ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য চলেছে সংস্কৃত ভাষায়!
চার-ছক্কা হলেই হাততালি। চিৎকারে কাঁপছে মাঠ।
না, কোনো সিনেমার শ্যুটিং নয়। বাস্তবে এভাবেই এক অভিনব ক্রিকেট ম্যাচের খবর দিয়েছে ভারতের এনডিটিভি।
ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে মাঠে নামেন সংস্কৃত পণ্ডিতরা। পন্ডিতদের এই ক্রিকেটে পাঁচটি দল অংশ নেয়।
যেখানে তারা নিয়ম মেনে বেদ পড়েন। হাতে থাকে বই আর কলম। সেখানে গত মঙ্গলবার তাঁদের দেখা গেল ব্যাট-বল হাতে।আর ক্রিকেট মাঠে ব্যাটে-বলে ঝড় তুললেন তারা।
দেশটির উত্তর প্রদেশের বারাণসীতে মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি এ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল।
১০ ওভারের টুর্নামেন্টে শহরের বিভিন্ন সংস্কৃত মাধ্যম বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
শহরের সংস্কৃত মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক গণেশ দত্ত শাস্ত্রী বলেন, ‘এই প্রতিযোগিতা ছাত্রদের খেলাধুলায় উৎসাহিত করার জন্যই অনুষ্ঠিত হয়েছে।’
বারাণসী শাস্ত্রার্থ মহাবিদ্যালয়ের আচার্য পাওন কুমার শাস্ত্রী সংবাদমাধ্যমকে জানান, এ রকম ক্রিকেট টুর্নামেন্ট ভারতে এটাই প্রথম।
‘এটি আমাদের জন্য গর্বের মুহুর্ত যে সংস্কৃত ক্রিকেট লীগ নামে ডাকা হচ্ছে এই টুর্নামেন্টটিকে।’-বলেন পাওন কুমার।
এমএইচ/রাতদিন