লোকি ফার্গুসন ও ম্যাট হেনরির বোলিং তোপে ১৩৬ রানে গুটিয়ে যাওয়া শ্রীলংকার জন্য আত্মসমর্পন ছাড়া গত্যান্তর কীইবা ছিলো? তার ওপর নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরোর আগ্রাসী ব্যাটিংয়ে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করলো শ্রীলংকা।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে কেবল দিমুথ করুণারত্নে প্রতিরোধ গড়েন। দ্বিতীয় উইকেটে কুশল পেরেরার (২৯) সঙ্গে ৪২ রানের জুটি গড়ার পর ব্যাটিং ধসের মুখোমুখি হয় তারা। এরপর সপ্তম উইকেটে করুণারত্নে ইনিংস সেরা ৫২ রানের জুটি গড়েন থিসারা পেরেরার (২৭) সঙ্গে।
ওপেনার করুণারত্নে অসহায় চোখে একে একে সব ব্যাটসম্যানদের যাওয়া আসা দেখেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ১৪৬ মিনিট ক্রিজে থেকেছেন তিনি। ৮৪ বলে ৪টি চারে ৫২ রানে অপরাজিত ছিলেন একমাত্র তিনিই।
জবাবে প্রথম পাওয়ার প্লেতে ৭৭ রান তুলে নেয় নিউজিল্যান্ড। গাপটিল ৩৯ বলে ৬ চার ও ১ ছয়ে ফিফটি হাঁকান। তার চেয়ে দুই বল বেশি খেলে পঞ্চাশ ছোঁন মুনরো।
ওপেনিং জুটি যখন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, তাদের হাতে তখনো ২০৩ বল।
আগামী ৪ জুন আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আর তার পরদিন ওভালে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
জেএম/রাতদিন