ইন্টারনেটের গতি ঠিক রাখতে সামিটের বিকল্প ব্যবস্থা

ভারত থেকে অতিরিক্ত ব্যান্ডউইথ আমদানী করে দেশে ইন্টারনেটে গতি স্বাভাবিক রাখবে সামিট কমিউনিকেশন্স। সাবমেরিন ক্যাবলের সংস্কারকালীন দেশে ইন্টারনেটে গতি স্বাভাবিক রাখতে সংস্থাটি বিকল্প এই ব্যবস্থার কথা জানিয়েছে।

শনিবার, ২০ এপ্রিল থেকে সি-মি-উই-৪ সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপন করা হবে। এজন্য ১ মে পর্যন্ত  এই সংযোগের ইন্টারনেট ধীর থাকবে।

সামিট কমিউনিকেশন্সের গেটওয়ে অপারেশন্স বিভাগের প্রধান খালিদ রায়হান শাওন সংবাদমাধ্যমকে জানান, সি-মি-উই ৪ হতে তারা ১০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিতেন। এটি কাভার করতে এই সময়ের জন্য ভারত হতে অতিরিক্ত ৫০ জিপিপিএস ব্যান্ডউইথ আমদানি করছেন।

‘এছাড়া  সি-মি-ইউ ৫ সাবমেরিন ক্যাবল হতে এর সঙ্গে যুক্ত হচ্ছে ৫০ জিপিবিএস। এতে এই ১০০ জিবিপিএসের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে’ উল্লেখ করেন শাওন। ফলে ইন্টারনেটের গতি স্বাভাবিক থাকবে বলে দাবী করেন তিনি।

দেশের এখন মোট ব্যান্ডউইথের চাহিদা প্রায় ১১ ’শ জিবিপিএস।এর মধ্যে ৩ ‘শ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে সামিট। অর্থাৎ দেশের মোট চাহিদার এক তৃতীয়াংশ পুরণ করে এই প্রতিষ্ঠানটি।

দেশের ১৮০টি আইএসপিকে ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে সামিট। আর এসব আইএসপিই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা পৌছে দেয়।

সামিট দাবী করছে, বিকল্প এই ব্যবস্থায় অন্তত তাদের গ্রাহকদের ইন্টারনেটের গতি স্বাভাবিক থাকবে।

জেএম/রাতদিন