ভয়াবহ বাস দূর্ঘটনায় কঙ্গোতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, দেশটির স্থানীয় সময় রবিবার, ২০ অক্টোবর রাত ১ টা নাগাদ রাজধানী কিনশাসা পৌঁছনোর পথে যাত্রীবোঝাই বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এরপরই বাসে ভয়াবহ আগুন লেগে যায়।
রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, মৃতদেহগুলি শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গিয়েছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা দেখা দিয়েছে। তথ্য সূত্র: আল জাজিরা, বিজনেস স্ট্যান্ডার্ড।
শান্ত/রাতদিন