করোনায় নিভে গেল আরও ৩৪ প্রাণ, আক্রান্ত তিন লাখ ছুঁই ছুঁই

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৩৪ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৩৯৪১ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯৭৩ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। আজ সুস্থ হয়েছে ৩৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

রবিবার, ২৩ আগস্ট দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯৭৩টি শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ৫৪৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২ মে ৫৫২ জন, ৩ মে ৬৬৫ জন, ৪ মে ৬৮৮ জন, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬ জন, ৮ মে ৭০৯ জন, ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, শরীরে ধরা পড়ে কোভিড-১৯ নামের ভাইরাসটি।

১১ মে প্রথমবারের মতো দেশে একদিনে সহস্রাধিক করোনারোগী শনাক্ত হয়। সেদিন ১০৩৪ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। এরপর ১২ মে ৯৬৯ জন, ১৩ মে ১১৬২ জন, ১৪ মে ১৪১ জন, ১৫ মে ১২০২ জন, ১৬ মে ৯৩০ জন, ১৭ মে ১২৭৪ জন, ১৮ মে ১৬০২ জন, ১৯ মে ১২৫১ জন, ২০ মে ১৬১৭ জন, ২১ মে ১৭৭২ জন, ২২ মে ১৬৯৪ জন, ২৩ মে ১৮৭৩ জন, ২৪ মে ১৫৩২ জন, ২৫ মে ১৯৭৫ জন, ২৬ মে ১১৬৩ জন, ২৭ মে ১৫৪১ জন, ২৮ মে ২০২৯ জন, ২৯ মে ২৫২৩ জন, ৩০ মে ১৭৬৪ জন,৩১ মে ২৫৪৫,

জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা অব্যাহত থাকে। আর গত ১ আগস্ট ২১৯৯ জন, ৩ আগস্ট ৮৬৬ জন, ৪ আগস্ট ১৩৬৫ জন, ৪ আগস্ট ১৯১৮ জন, ৫ আগস্ট ২৬৫৪ জন, ৬ আগস্ট ২৯৭৭ জন, ৭ জুলাই ৩৩৩৩ জন, ৮ জুলাই ২৬১১ জন, ৯ জুলাই ২৪৮৭ জন, ১০ আগস্ট ২৯০৭ জন, ১১ আগস্ট ২৯৯৬ জন, ১২ আগস্ট ২৯৯৫ জন, ১৩ আগস্ট ২৬১৭ জন, ১৪ আগস্ট ২৭৭৬ জন, ১৫ আগস্ট ২৬৪৪ জন, ১৬ আগস্ট ২০২৪ জন, ১৭ আগস্ট ২৫৯৫ জন, ১৮ আগস্ট ৩২০০ জন, ১৯ আগস্ট ২৭৪৭ জন, ২০ আগস্ট ২৮৬৮ জন, ২১ আগস্ট ২৪০১ জন, ২২ আগস্ট ২৪০১ জন করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৮ লাখ ৮ হাজার ৬৯৭ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৯ লাখ ৪৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৬ লাখ ৬৫ হাজার ৩৯৩ জন করোনারোগী, যাদের মধ্যে ৬১ হাজার ৭১৫ জনের অবস্থা গুরুতর।

জেএম/রাতদিন