কাশ্মীরে বাস খাদে পড়ে প্রাণ গেল ৩৩ জনের

ভারতের জম্মু-কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার, ১ জুলাই সকালের দিকে কিশত্বার জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি’র খবরে বলা হয়েছে।

কিশত্বারের জেলা প্রশাসক আংরেজ সিং রানা জানান, সকালে যাত্রীবাহী বাসটি কেশওয়ান-ঠাকরাই সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩৩ জন মারা যান। এ সময় আহত হয়েছেন আরও ২২ যাত্রী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা হতাহতদের বাইরে বের করে নিয়ে আসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে ডোডা পার্বত্য এলাকায়, রাস্তার অবস্থা ছিল খুব খারাপ, সেই সঙ্গে বাসটি খুবই দ্রুত চলছিল এবং যাত্রী সংখ্যাও ছিল খুব বেশি।

পুলিশসূত্র থেকে জানানো হয়েছে, গত ২৭ জুন এ রকম এক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ শিক্ষার্থী। তার পর থেকে এ এলাকায় সব ধরনের প্যাকেজ ট্যুর বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে এ দুর্ঘটনায় জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি এক টুইটবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

এইচএ/রাতদিন