খেলার সময় অনেক ধরণের অবাক করা কান্ড ঘটে থাকে। তেমনই এক অবাক করা কান্ড, রেফারি দিলেন গোল।
ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের দুই ফুটবল ক্লাব এইচএসভি হেয়েক এবং হারকেমেজ বয়েজের লড়াইয়ের সময়। এই অবাক করা ঘটনাটি প্রকাশ করেছে নেদারল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম আরটিএল।
খেলায় ভুলবশত রেফারির পায়ে লেগে গোল পোস্টে বল ঢুকে গোল হয়ে যায়। এখানেই শেষ নয়, রেফারী গোলটি উৎসর্গ করেন এইচএসভি হেয়েক দলকে। রেফারির এমন কাণ্ডেই শুরু হয়েছে চরম বিতর্ক।
খেলার ঠিক ৬৬ মিনিটের মাথায় রিক ইম্পেন্স গোলে বল মারতে গেলে সেই বল পোস্টে লেগে চলে আসে রেফারির পায়ে। রেফারির পা থেকেই শেষমেশ গোলটি হয়। রেফারি মওরিস পাহুইস পরক্ষণেই গোলটি এইচএসভি হেয়েক দলকে উৎসর্গ করেন।
হারকেমেজ বয়েজ দলের এক ফুটবলার এই গোল করার ভিডিওটি তার ক্যামেরায় বন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন।
সেই পোস্ট করার পরেই শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছেন গোলটি কোনো দলকে দেওয়া উচিৎ নয়। কেউ আবার বলছেন হারকেমেজ বয়েজকেই গোলটি উৎসর্গ করা উচিৎ ছিল।
ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করুন।
এনএইচ/রাতদনি