গঙ্গাচড়ায় ২১৩৫ কৃষক সরকারী গুদামে ধান দেবেন, ক্রয় উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গঙ্গাচড়ায় উপজেলার অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০২০ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার, ৯ জুন দুপুরে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।

এ সম্পর্কিত আরও খবর...

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম উপস্থিত ছিলেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, কৃষক সহিদার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাবিহা সুলতানা জানান, ২০২০ সালের বোরো মৌসুমে উপজেলার ২১৩৫ জন কৃষকের কাছ থেকে ২১৩৫ মেট্রিকটন ধান ও ৭৬ মিল মালিকের নিকট হতে ১৪৪৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।

জেএম/রাতদিন