শীতার্ত মানুষদের মাঝে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও নুরুল ইসলাম
পাটগ্রামে গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও
পাটগ্রাম, লালমনিরহাটঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাতের আঁধারে রেলওয়ে স্টেশনে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম। সোমবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত প্রায় ৫০ জন অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন ছিন্নমূল খেটে খাওয়া অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরে শীতার্ত মানুষদের মাঝে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও নুরুল ইসলাম । কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলামের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
কম্বল পেয়ে জেলার কাকিনা রাজবাড়ী এলাকার বাসিন্দা বেলাল হোসেন (৫৫) বলেন, আগে পুরাতন কাঁথা গায়ে মুড়িয়ে থাকতাম ঠান্ডায় ঘুম আসতো না। ইউএনও স্যার কম্বল দিলো অনেক উপকার হলো।
পার্শ্ববর্তী উপজেলা হাতীবান্ধা এলাকার বাসিন্দা পারুল বেগম (৭১) বলেন, কয়েকদিন ধরে ঠান্ডায় অসুস্থ হয়ে স্টেশনে আছি। স্বামী অনেক আগে ব্লাড ক্যান্সারে মারা গেছে। এর আগে পুরাতন চাদর গায়ে ছিলো। ইউএনও স্যার কম্বল দিলো এখন ঠান্ডা একটু কম লাগবে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, প্রচন্ড শীতে পাটগ্রাম উপজেলাবাসী কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এবং প্রথম পর্যায়ে উপজেলার ৮ ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার কম্বল বিতরণ করা হবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ সরকার , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী উপস্থিত ছিলেন।