বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস চলাচল দীর্ঘ দুই বছর পর ফের শুরু হয়েছে। করোনা মহামারির কারণে এতদিন বন্ধ ছিল এ সেবা।
শুক্রবার, ১০ জুন সকাল ৮টার দিকে ঢাকা থেকে ২২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করা শ্যামলী এন আর ট্র্যাভেলসের একটি বাস বিকেলে বেনাপোলে প্রবেশ করে।
শ্যামলী ট্র্যাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাসটি বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতের কলকাতায় যাবে।
তিনি জানান, প্রথমে দুটি রুটে শ্যামলী ট্র্যাভেলস ও বিআরটিসির বাস চলাচল করবে।