বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজের সবকটিতে জয় পেল স্বাগতিকেরা।
৩৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১৮ রানে থেমে যায় জিম্বাবুয়ে। এর আগে পাহাড়সম রানের টার্গেট তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ সিকান্দার রাজা করেন ৬১ রান। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন নেন ৪ উইকেট।
এর আগে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার লিটন দাস ও তামিম উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ২৮২ রানের রেকর্ড গড়েন। আগের ম্যাচের তামিমের রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের নতুন রেকর্ড গড়েন লিটন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৩২২ রান। তামিম অপরাজিত ছিলেন ১২৮ রানে।
বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ম্যাচ নির্ধারণ হয় ৪৩ ওভারে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২২ রান।
জেএম/রাতদিন