নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরে আটকে পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় শাশুড়িকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম ফুলো বালা। তিনি ওই গ্রামের অজিন্দ্রনাথ রায়ের স্ত্রী। দগ্ধ অঞ্জনা রানীকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অজিন্দ্রর ছেলে প্রকাশের বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ওপরে উঠে যায়। এ সময় ঘরে অসুস্থ বৃদ্ধ ফুলো বালা আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করতে গিয়ে পুত্রবধূ অঞ্জনা রানী আহত হন। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
এ অগ্নিকাণ্ডে তিন পরিবারের পাঁচটি বসতঘর, ধান-চাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে তিনটি ছাগলও মারা যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
অগ্নিকাণ্ডে ওই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে রাতেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম ও কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন।