নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোমেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার, ১১ নভেম্বর বেলা ১২টার দিকে উপজেলার বাইপাস সড়কের ধলাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমেনা সৈয়দপুর উপজেলার কামার পুকুর ইউনিয়নের সিদ্দিক আলীর স্ত্রী। সৈয়দপুর শহরের একটি পাটের তৈরি সুতার ফ্যাক্টরির শ্রমিক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুতা তৈরীর কাজ করতে বেলা ১২টার দিকে উপজেলার ধলাগাছা বাইপাস সড়ক এলাকায় গেলে পিছন থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোমেনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে ওই মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার সময় রংপুর জেলার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের বাহাগিলী ব্রীজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ মাইক্রোবাস ও চালককে আটক করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ তারাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনএ/রাতদিন