নীলফামারীতে মাইক্রোবাস ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০জন । আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার, ৩ জানুয়ারি সকালে জলঢাকা-কিশোরগঞ্জ সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার মোবারক আলীর ছেলে জহুরুল ইসলাম(৭২) ও তার বোন আব্দুর রউফের স্ত্রী আনোয়ারা বেগম(৫০)।
দুর্ঘটনায় নিহতরা এক নিকটাত্মীয়ের দাফনে অংশ নেওয়ার জন্য বগুড়ার মোকামতলা যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বলেন, মাইক্রোবাস যোগে একই পরিবারের ১০ জন বগুড়ায় নিকটাত্মীয়ের দাফন কাজে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই জন মারা যান। আহত আটজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর মেডিকেলে আরও একজন মারা গেছেন বলে জানিয়েছেন ওসি হারুন অর রশীদ।তবে তার নাম জানা যায়নি বলে জানান তিনি।
এনএ/রাতদিন