নেপালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ সাত যাত্রী নিহত হয়েছেন।
বুধবার, ২৭ ফেব্রুয়ারি বিকেলের দিকে নেপালের তাপেলজাং জেলায় এই ঘটনা ঘটেছে বলে এক খবরে জানিয়েছে হিমালয়ান টাইমস।
নেপালের বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ডায়ন্যাস্টির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ হেলিকপ্টারের ৭ যাত্রীই মারা গেছেন।
সেখানে পর্যটনমন্ত্রী ছাড়াও দেশটির পর্যটন উদ্যোক্তা অং শিরিং শেরপা, নিরাপত্তা কর্মকর্তা অর্জুন ঘিমার, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী যুবরাজ দাহল, কানের উপ-মহাপরিচালক বীরেন্দ্র শ্রেষ্ঠ ও প্রকৌশলী ধ্রুব দাস বোচিভায়া ছিলেন।
তাপেলজাং জেলার প্রধান কর্মকর্তা অনুজ ভান্ডারি পত্রিকাটিকে জানিয়েছেন, স্থানীয়রা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ঘটনাস্থল থেকে আগুন ও ধোঁয়া উড়তে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
নেপালের উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।
এইচ/রাতদিন