কারিগরি শিক্ষা প্রসারে পঞ্চগড়ে মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষকদের নিয়ে ‘রিজিওনাল ডিসেমিনেশন সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১৫ জানুয়ারি সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম দিনব্যাপি সেমিনারের উদ্বোধন করেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এবিএম আজাদ।
কানাডা ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের উদ্যোগে আয়োজন করা হয় সেমিনারে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ ও মৃনাল বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক সাজেদুর রহমান সাজু।
এ সময় জেলার সকল মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
সেমিনারে কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
এর আগে শিক্ষার্থীদের নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শহরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এইচএ/১৫.০১.১৯