লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভায় ১ হাজার জন কৃষককে এসব পণ্য দেয়া হয়।
সোমবার, ১১ এপ্রিল পাটগ্রাম উপজেলা পরিষদের শহীদ আফজাল হোসেন মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যও রাখেন তিনি।
পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব সার ও বীজ দেওয়া হয়।
এতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু ও পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার।
অন্যান্যদের মধে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক প্রমুখ।
উপজেলায় ১ হাজার জন কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল বা উফশী জাতের আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি(পটাশ) সার বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।