নেপালের পশ্চিমাঞ্চলীয় গুলমি জেলায় প্রবল বর্ষণে ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিখোজ রয়েছেন আরও দুজন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার, ২৩ জুলাই সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পৌরসভার দুটি ওয়ার্ডে ভূমিধসেরিএই ঘটনা ঘটে। এর আগেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নেপালের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে।
ভুমিধসের ওই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে মাটিচাপা পড়েছে বেশ কয়েকটি বাড়ি।
ওই এলাকায় আবারও ধস নামতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকির মুখে রয়েছে আরও অন্তত ২০টি বাড়ি। এসব বাড়ির বাসিন্দারা নিকটবর্তী আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন।
সেনাবাহিনী ও পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে।