রংপুর নগরীতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষ স্টিকার

রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরীতে হুইলচেয়ার ব্যবহারকারিদের জন্য ‘স্পেশাল প্রাইয়োরিটি পার্কিং স্টিকার’ চালু করেছে । এর ফলে এখন থেকে এই স্টিকারধারী যে কোনো যানবাহন রাস্তায় ‘নো পার্কিং’ এলাকায় স্বল্প সমায়ের জন্য পার্কিং করে নিজেদের প্রয়োজন সেরে নিতে পারবেন।

এই ধরনের ব্যবস্থা বিভিন্ন দেশে চালু থাকলেও দেশে বিশেষ করে রংপুরে প্রথম। ‘মানবতার বন্ধন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংঠনের চেষ্টায় এই উদ্যোগ গ্রহণ করেছেন রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার আব্দুল হালিম। সম্প্রতি রংপুর মেট্রোপলিটান পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ ঘোষনা দেন। তার এই ঘোষণা হুইলচেয়ার ব্যবহারকারীদের মাঝে স্বস্থি ্এনেছে।

এ সম্পর্কিত আরও খবর...

নগরীর শালবন এলাকার মহিমিনুর রহমান মিম নামে একজন প্রতিবন্ধী বলেন, অজানা রোগে আক্রান্ত হয়ে ছোট বেলায় পঙ্গুত্ব বরণ করতে হয়। এরপর থেকে নিত্যসঙ্গী হয়েছে হুইলচেয়ার। এর যন্ত্রনা শুধু ভুক্তভোগীরাই জানে। তাই দীর্ঘ দিনের আশা ছিল প্রায়োরেটি পার্কিং স্টিকারের।’

এবি/রাতদিন