রংপুরে আগুনে পুড়ে ছাই ১৭ দোকান

রংপুর নগরীর কেরানীররহাট বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৬টি দোকান পুড়ে গেছে। অপর দিকে অপর এক অগ্নিকান্ডে সেনপাড়া এলাকার আরও একটি দোকান পুড়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার, ২৯ এপ্রিল রাতে দেড়টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কেরানীরহাট বাজারে অগ্নিকাÐের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, রাত দেড়টার দিকে কেরানীহাটের লাবণী স্টোর থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকান্ডে হাটবাজারের ছোট বড় মিলে অন্তত ১৬টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক একেএম শামসুজ্জোহা জানান, খবর পেয়ে প্রথমে ৩টি ইউনিট, পরে আরও একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে বাজারের লাবণী স্টোরে শক সার্কিট থেকে অগ্নিকাÐের সূত্রপাত হয়। পরে তা বাজারে ছড়িয়ে পড়ে।

এদিকে আজ শুক্রবার সকালে নগরীর ২১ নম্বর ওয়ার্ড সেনপাড়া মিলন মেড়ের নাহিদ নাফিউল ডিপার্টমেন্টাল স্টোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও এলাকাবাসীর সহযোগীতায় প্রায় পোনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাহিদ নাফিউল ডিপার্টমেন্টাল স্টোর প্রোপাইটার সামিউল হক জানান, সকালে দোকান বন্ধ ছিলো আনুমানিক সোয়া ১১টার দিকে দোকানে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে দোকানে এসে দেখি সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এবি/রাতদিন

মতামত দিন