রংপুরের শঠিবাড়ি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের সাবেক ব্যবস্থাপক রেজাউল বারী ও অফিস সহকারী শফিকুল ইসলামকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রংপুর দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক তারেক সাঈদ আজ বৃহস্পতিবার, ২৯ আগস্ট এ রায় ঘোষণা করেন।
রায়ে উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা অনদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
সূত্র মতে, শঠিবাড়ি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে নকল রশিদ তৈরি করে মাছের পোনা বিক্রি করে আসামিরা পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে ২০০২ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয়।
এরপর ১৪ জনের সাক্ষ্য ও জেরা শেষে ১১ বছর পর তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।