রংপুরে বিলাসবহুল শপিং মল ‘সিটি সেন্টার’র নির্মাণ কাজ পরিদর্শনে বিভাগীয় প্রশাসন

রংপুর জেলা পরিষদের তত্বাবধায়নে ১৮তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন রংপুর সিটি সেন্টারের প্রথম ফ্লোরের নির্মাণ কাজ পরিদর্শন করেন রংপুর বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে প্রায় ১শ’ ৫৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে।

রোববার, ২০ অক্টোবর দুপুর দেড়টায় রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানমের আমন্ত্রণে রংপুর সিটি সেন্টার পরিদর্শণ করেন রংপুরের বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।

এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহামুদ ও রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র সহকারী প্রকৌশলী সোহেল রানা, সদস্য সিরাজুল ইসলাম, সামছুল আলম, পারভীন আখতার, ইয়াকুব আলী, আনোয়ার হোসেন, আবুল কাশেম, আরিফ সরকার, এনামুল হক, রফিকুল ইসলাম তুহিন, বাংলাদেশ দোকান মালিক সমিটির যূগ্ম-প্রচার সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ আশরাফুদৌলা আরজু, মফিজার রহমান চান্দ, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও যূগ্ম সাধারণ সম্পাদক জুয়েলুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

জানা গেছে, রংপুর নগরীর প্রাণ কেন্দ্র জেলা পরিষদ সুপার মার্কেটের কোল ঘেষে নিজস্ব ৩ একরের বেশী জায়গা জুড়ে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে এই অত্যাধুনিক বিলাসবহুল শপিং মল। শপিং মলের জন্য ১৮তলা বিশিষ্ট বিপণি বিতান ও বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এজন্য ব্যয় হবে প্রায় ১শ’ ৫৯ কোটি ৪০ লাখ টাকা।

এনএইচ/রাতদিন