রংপুরের ঠাকুরপাড়ায় হামলা মামলার ৬ আসামি কারাগারে

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ মালামাল লুট ও তান্ডবের ঘটনায় দায়ের করা মামলায় আরও ছয়জন আসামি আদালতে আত্মসমর্পন করেছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজ সোমবার, ১৮ জানুয়ারি দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেলোয়ার হোসেন এ আদেশ দেন। আসামিরা হলেন ওলামা দলের রংপুর জেলা সভাপতি এনামুল হক মাজেদী, মীর কাশেম, মোস্তাক বিল্লাহ, আতিকুজ্জামান আপেল, শাহজাহান আলী ও বাবু মিয়া।

আসামি পক্ষের আইনজীবী শফি কামাল ও একরামুল হক জানান, গত ৫ জানুয়ারি ওই মামলায় আরও ৪৪ জন আসামি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে স্টাটাস দেওয়াকে কেন্দ্র করে হিন্দুপল্লী ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়। পরে পুলিশ ২৬৮ জনের নামে চার্জশীট দাখিল করে।

এইচএ/রাতদিন

মতামত দিন