রাজধানীর মিরপুর এলাকার ভাসানটেকের জাহাঙ্গীর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার, ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রের বরাতে খবর দিয়েছে রাজধানীর বিভিন্ন গণমাধ্যম।
আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টা ইউনিট কাজ শুরু করে। আগুন বাড়তে থাকলে রাত দুইটার দিকে সেখানে যুক্ত হয় আরো ১৬টি ইউনিট। তবে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সিআরপি হাসপাতালের পাশের ওই বস্তিতে কয়েক কয়েক শত ঘর আছে। যেখানে নিম্ন আয়ের মানুষ বাস করেন।
এ অগ্নিকান্ডের ঘটনায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানা গেছে।
এইচএ/রাতদিন