দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সংস্কারকাজ চলমান একটি সড়কে ফেলে রাখা গাছের গুড়িতে ধাক্কা খেয়ে ওই মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
রোববার, ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে জেলা শহরের হাউজিং মোড়ে প্রয়াত প্রতিমন্ত্রী খুরশিদ জাহান হকের বাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন (২৫) চিরিরবন্দর উপজেলার ৯নম্বর ভিয়াইল ইউনিয়নের ভাবাকি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তার সংস্কারকাজের জন্য রাস্তার ওপর ফেলে রাখা একটি গাছের একটি গুড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান রাকিব হোসেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রাকিব মারা যায়।
দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
জেএম/রাতদিন