সেই ছবিতে ফেসবুকে ভাইরাল সৈয়দ আশরাফ কন্যা

রিমা ইসলাম। সদ্য প্রয়াত আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের একমাত্র মেয়ে তিনি । বাবার কফিনের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন। এমনি একটি ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে । এতে করে ফেসবুকে ভাইরাল হয়েছেন আশরাফ কন্যা রীমা ইসলাম।

তাকে নিয়ে বিভিন্নজন অনেক আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। কেউ কেউ তার রাজনীতিবিমুখতা, প্রচারবিমুখতার কথা উল্লেখ করেছেন। তার বাবা তার জন্য কোনো অর্থ সম্পদ রেখে যাননি বলেও উল্লেখ করেছেন ফেসবুকে।

ছবিটিতে দেখা যায়, রীমা ইসলাম ও অন্যান্যরা গাড়ি থেকে পিতার কফিনটি নামাচ্ছেন। তিনি অশ্রুসিক্ত ভারাক্রান্ত নয়নে তাকিয়ে আছেন।

পিতা সৈয়দ আশরাফুল ইসলামের কফিনের পাশে বিমর্ষ বদনে দাঁড়িয়ে থাকা কন্যা রীমা ইসলামের ওই ছবি ফেসবুকে বিভিন্নজনের ওয়ালে দেখা যায়।

গত কয়েকদিন ধরেই ফেসবুকে ছবিটি ফেসবুকের বিভিন্নজনের ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জন ছবিটি শেয়ার দিয়ে আশরাফ কন্যাকে সমবেদনা জানাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর...

তবে বেশিরভাগ সমর্থকেরাই চাচ্ছেন রীমা ইসলামকে যেন উপ-নির্বাচনে এমপি প্রার্থী করা হয়।

সৈয়দ আশরাফের পরিবার আগে থেকেই লন্ডনে বসবাস করতেন। সেখানেই তার কন্যা এইচএসবিসি ব্যাংকে চাকরি করেন।

রীমা ইসলামের আর কোনো ভাই-বোন নেই। ২০১৭ সালের ২৩ অক্টোবর হারিয়েছেন মা শীলা ইসলামকে। আর মাত্র এক বছরের ব্যবধানে হারালেন বাবা সৈয়দ আশরাফকে।

সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ৬৮ বছর বয়সে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেন

এমআরডি-০৯/০১/২০১৯

মতামত দিন