সৈয়দপুর হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, জমি অধিগ্রহণে ‘ফিল্ডবুক’ তৈরির কাজ শুরু

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ শুরু হলো অবশেষে। এ প্রক্রিয়ার অংশ হিসাবে জমি অধিগ্রহণ করতে ‘ফিল্ড বুক’ তৈরির কাজ শুরু হয়েছে মঙ্গলবার, ৯ এপ্রিল বিকাল থেকে। নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে সৈয়দপুর বিমানবন্দরের আশপাশ এলাকায় এই কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯১২ একর জমি অধিগ্রহণ করা হবে। আর সৈয়দপুরে হতে যাচ্ছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর।  

মঙ্গলবার নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম, সৈয়দপুরের ইউএনও এস এম গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ফিল্ড বুক তৈরিতে অংশ নেন।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের আশপাশ এলাকায় ৯১২ একর জমি অধিগ্রহণের আওতায় আসবে। এর মধ্যে সৈয়দপুর উপজেলায় ৫৩৫ একর ব্যক্তিমালিকানাধীন জমি, সরকারি জমি ৬০ একর, পানি উন্নয়ন বোর্ডের ৩৯ একর, সড়ক ও জনপথ বিভাগের ৬ একর, সৈয়দপুর সেনানিবাসের প্রায় ১৪ একর ও খাসজমি ১৩ একর। এ ছাড়া পার্শ্ববর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ৩১৭ একর ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণের আওতায় পড়েছে।

সৈয়দপুরের ইউএনও এস এম গোলাম কিবরিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছি।’

সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, ৯১২ একর জমির মধ্যে কী কী অবকাঠামো রয়েছে এগুলো সম্পর্কে ধারণা নিতে ফিল্ড বুক তৈরি হচ্ছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহম্মেদ বলেন, চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে এরই মধ্যে অবকাঠামোর উন্নয়নকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। নির্মিত হচ্ছে নতুন টার্মিনাল ভবন ও পার্কিং জোন।

এইচএ/রাতদিন