জাতীয় পর্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যারা এক সময় এরশাদের স্বাস্থ্যনীতির বিরোধিতা করেছেন, এখন তারাই গুণগান করছে। আমরা (জাপা) সংসদে স্বাস্থ্য, শিক্ষাসহ সরকারের বিভিন্ন খাতের দূর্নীতি ও অনিয়ম নিয়ে কথা বলে আসছি। বিচার দাবি করেছি। এর প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে সরকার তৎপর হয়েছে। এ জন্য সরকার প্রধানকে ধন্যবাদ। তবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে আগামীতে আর কেউ এমন অনিয়ম দুর্নীতির সাহস না পায়।
আজ মঙ্গলবার, ১৪ জুলাই দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন জিএম কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করলেও দূর্নীতিবাজদের কারণে সরকারের অনেক প্রচেষ্টা সফল হচ্ছে না। স্বাস্থ্যখাত থেকে শুরু করে প্রায় সকল সেক্টর দূর্নীতিবাজদের দখলে। তাদের আধিপত্য সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডের অন্তরায় হয়ে দাড়িয়েছে।
করোনা পরবর্তী সময়ে দেশের মানুষের জন্য খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, সেই পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পনা জরুরী হলেও কোনো পরিকল্পনা নেই।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।
এর আগে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জিএম কাদের। পরে প্রয়াত চেয়ারম্যানের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। শেষে পল্লী নিবাসে বৃক্ষরোপন করা হয়।
এবি/রাতদিন