হুইল চেয়ারে সংসদে এলেন এরশাদ

সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হুইল চেয়ারে বসে জাতীয় সংসদে এসেছেন। আজ রবিবার ১০ ফেব্রæয়ারি বিকাল ৪টার দিকে বারিধারা’র প্রেসিডেন্ট পার্ক থেকে রওয়ানা হয়ে সংসদে আসেন তিনি।

এ সময় তার সাথে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ও পার্টির মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর...

প্রসঙ্গত, গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের দল জাতীয় পার্টি ২২টি আসনে জয়লাভ করে। শারীরিক অসুস্থতার মাঝেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও প্রথমে শপথ নিতে পারেননি। পরে ৬ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। অসুস্থতার কারণে এতদিন অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি জাতীয় পার্টির চেয়ারম্যান। সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেন তিনি। আজ রবিবার হুইল চেয়ারে বসে হুসেইন মুহম্মদ এরশাদকে জাতীয় সংসদ ভবনে আসতে দেখা যায়।

এমআরডি-১০.০২.২০১৯