আজ বিপিএল ফাইনাল: শিরোপা ঢাকা না কুমিল্লার?

গত ৫ জানুয়ারি বসেছিল ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল। আজ শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফাইনাল খেলা ঘিরে একটাই প্রশ্ন- কে জিতবে?

যেখানে চুরান্ত মহারণে মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাই কে জিতবে আজ? ঢাকা না কুমিল্লা? এমন প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মাঝে।

ফাইনালে আজ মুখোমুখি হবেন দল দুটির অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েস। তাদের কার হাতে বিপিএল শিরোপা উঠবে আজ? সে প্রশ্নও ভক্ত অনুরাগীদের।

এদিকে বিপিএলে ছয় আসরের মধ্যে ঢাকা এ নিয়ে পঞ্চমবার ফাইনাল খেলছে। আর কুমিল্লা ফাইনালে খেলেছে দ্বিতীয়বার ।

অপরদিকে ফাইনালের আগে টিকিট নিয়ে তুলকালাম। অনলাইনে দু’দিন আগে দেখানো হয়েছে টিকিট শেষ। তাতে কি হয়েছে- টিভির পর্দা তো রয়েছে।

কারণ আজ সন্ধ্যা ৭ টায় বিপিএলের ফাইনাল ম্যাচটি বরাবরের মত সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা ও গাজী টিভি।

এমআরডি-০৮.০২.২০১৯