লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে উকিল চন্দ্র (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার ভাদাই নিচপাড়া এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হন তিনি।
উকিল চন্দ্র উপজেলার ভাদাই ইউনিয়নের নিচপাড়া গ্রামের শ্রীকান্তের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে ওই ধানক্ষেতে সার দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন উকিল চন্দ্র। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চি করেছেন আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।
তিনি জানান, এনামুল হক তার বাড়ির মিটার থেকে কৃষক উকিল চন্দ্রের ধানক্ষেত দিয়ে সংযোগ দেন। ঘটনার দিন তিনি তার ক্ষেতে সার দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনএইচ/রাতদিন