আবু বকর চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

এক শোক বার্তায় তথ্যমন্ত্রী এ সম্পাদকের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ সংবাদকর্মীকে হারালাম’।

ড. হাছান মাহমুদ প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

মঙ্গলবার, ১৫ জানুয়ারি ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক আবু বকর চৌধুরী।

এইচএ/১৫.০১.১৯

মতামত দিন