ইজিবাইক চালকদের সমাবেশে ভোট চাইলেন ইকবালুর রহিম

ছবি : সংগৃহীত
0

দিনাজপুর-৩ (সদর) আসনে মহাজোট প্রার্থী ও স্থানীয় সাংসদ ইকবালুর রহিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে। আমরা বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়িয়েছি’।

‘প্রধানমন্ত্রী দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে শ্রমিকদের মুখে হাসি ফুটিয়েছেন। গ্রামীণ রাস্তাগুলো পাকা হওয়ায় ইজিবাইক চালকগণ এখন নির্বিঘেœ চলাচল করছেন’-বলেন ইকবালুর রহিম।

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বুধবার, ২৬ ডিসেম্বর দিনাজপুর শহরের গোর এ শহীদ বড় ময়দানে দিনাজপুর ইজি বাইক মালিক শ্রমিক সোসাইটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছিলেন।

তিনি দিনাজপুর সদর উপজেলায় গত ১০ বছরে সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান।

সমাবেশে দিনাজপুর ইজি বাইক মালিক শ্রমিক সোসাইটির জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দিন সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খালেক্জুজামান রাজু, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা ১৪ দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফয়সল হাবিব সুমন, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, ব্যবসায়ী সৈয়দ সায়েম হোসেন মিঠু, পৌর কাউন্সিলর ও জাতীয় পার্টির নেত্রী লাইজু বেগম প্রমুখ।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইজি বাইক মালিক শ্রমিক সোসাইটি জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ।

পরে ইজিবাইক মালিক শ্রমিকদের অংশগ্রহনে ‘নৌকা’র সমর্থনে একটি র‌্যালি বের হয়।

এসকে/২৬.১২.১৮

মতামত দিন